সাম্প্রদায়িক গালিগালাজ ও হুমকির বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের।
রাজবংশী সম্প্রদায়ের মানুষদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, অবিলম্বে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করার দাবিতে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দ্যা গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের ময়নাগুড়ি ব্লক কমিটি।

সংগঠনের তরফে বলা হয়, সুপঙ্কর মিত্র নামে এক বাক্তি সোশ্যাল মিডিয়ায় রাজবংশী জাতিকে ব্রিটিশের দালাল, দেশদ্রোহী ও বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন,এবং রাজবংশী মা বোনেদের নিয়েও কুরুচিকর মন্তব্য করেন যা কখনই ভূমিপুত্র হিসাবে আমরা মেনে নিতে পারি না। সেই কারণেই আজ আমরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বিষয়টি সাইবার ক্র্যাইমে জানাবেন বলে জানিয়েছেন GCPA এর ময়নাগুড়ি ব্লক সভাপতি বাপি রায়।
তিনি আরও জানিয়েছেছেন, সুপঙ্কর মিত্রের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে পা রাখবেন।
এ বিষয়ে কে কি বলল শুনে নেওয়া যাক।