আজ শুভ রাখী বন্ধন ও বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানালেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী ।
তিনি জানান আজকের দিনের শুরু ভালোই হলো। সকালের শুরুতেই এক আদিবাসী শান্তি হাজদা রাখি পড়িয়ে দিল,এরপর দলের পক্ষ থেকে তার বাসভবনে দলের মহিলারা এসে তার হাতে রাখি পড়িয়ে দেয়। এই ভাবেই আজকের দিনটি শুরু হলো বলে জানান বিধায়ক অশোক কুমার লাহিড়ীর দিন শুরু হলো বলে জানান তিনি।
