মঞ্চ খোলার প্রতিবাদ আন্দোলনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ ওঠে মালদার চাঁচল কলেজ
তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদের সোচ্চার হয়ে মঙ্গলবার কোচবিহার শহরের প্রতিবাদ মিছিলের শামিল হল বিজেপি।
এদিন কোচবিহার শহরে বিজেপি কোচবিহার জেলা সদর দপ্তর থেকে মিছিল শুরুতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অনেক করেন মিছিলের নেতৃত্ব দেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ বিধায়ক নিখিল রঞ্জন দে, সুশীল বর্মন প্রমুখ।

এদিন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর এই আঘাত আসলে বাংলার ঐতিহ্য এবং কৃষ্টির ওপর আঘাত, পশ্চিমবঙ্গের সংস্কৃতির উপর আঘাত এই আহাট কোনভাবেই মেনে নেবে না বিজেপি। আজকে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বাঙালি নন? এই প্রশ্ন তুলে অভিজিৎ বর্মন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো সংক্রান্ত ব্যাপারে একটা শব্দও উচ্চারণ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অবমাননা কখনোই মেনে নেওয়া হবে না। তাই কোচবিহারে পথে নেমেছে বিজেপি বলে জানান তিনি।