উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দির এ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে সোমবার ভক্তদের ভিড় চোখে পড়ার মতন। এদিন ভোর রাত থেকেই বাবার মাথায় জল ঢালতে ভিড় পুণ্যার্থীদের। যদিও এবার শ্রাবণী মেলায় প্রথম সপ্তাহে ভিন রাজ্য আসাম সহ বিভিন্ন জায়গার ভক্তরা ভিরজমায় নেই শৈব তীর্থ জল্পেশ মন্দিরে। যদিও এবার মন্দির কমিটি এবং পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের নিয়ম অনুযায়ী টিকিট কাউন্টার সহ যানবাহনের জন্য আলাদা পার্কিং, সেই সঙ্গে স্কাইওয়াক দিয়ে পুণ্যার্থীরা সুস্থ মতন বাবার মাথায় জল ঢালতে পারলে এবার। ভিড় থাকলেও মন্দির চত্বরে আগের মতন যানজট নেই বললেই চলে বলে জানান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। সেই সঙ্গে মন্দিরা আশা পূর্ণর্থীরা জানান এবার অনেক ভালো মতন বাবার মাথায় জল ঢালতে পারলাম এর আগে পারিনি।
