শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার সন্ধ্যায় প্রাক্তন পুরপিতা স্বর্গীয় কৃষ্ণচন্দ্র পালের বাড়ির পাশের একটি আবাসন থেকে ঐ যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুরমাতা লক্ষ্মী পাল এবং তাঁর স্বামী অমর চন্দ্র পাল। এক প্রত্যক্ষদর্শীর দাবি, হঠাৎ ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার শোনা যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবকটি।
ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
