ময়নাগুড়ি ধর্মশালার বিপরীতে এক বিল্ডিংয়ে রংয়ের কাজ করছিল রংমিস্ত্রিরা, ওই বিল্ডিং এর ছাদে রংমিস্ত্রিরা তাদের প্যান্ট জামা খুলে রাখে, এবং সেখানে ওই প্যান্টের পকেটে কিছু টাকা-পয়সাও ছিল।
কে বা কাহারা তাদের প্যান্টের পকেট থেকে টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় কে বা কাহারা। পরবর্তীতে বুঝতে পেরে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলে ময়নাগুড়ি থানার পুলিশ সিসিটিভি ফুটে চেক করে দেখতে পায় এক যুবক ওই বিল্ডিং এর পেছনদিকের সুপারি গাছ দিয়ে উপরে উঠে ও কিছুক্ষণ পরে নেমে যায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি পুলিশ চেক করে যে তথ্য পেয়েছে সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
