এক প্রতিবন্ধী নাবালিকা মেয়ে যৌন নির্যাতনের শিকার ঘটনায় নিন্দার ঝড় জেলা জুড়ে । ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত পঞ্চাশ উর্ধ শালুকা বর্মন।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভল্কা বারবিশা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবার সূত্রে জানাগিয়েছে নাবালিকা মেয়েটি ঘটনার সময় বাড়িতে একাই ছিল বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে প্রতিবেশি বয়স পঞ্চাশ উর্ধ শালুকা বর্মন চড়াও হয় নাবালিকা মেয়ের উপর। যৌন নির্যাতন করা হয় তাকে।ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের মা হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। পরিবারের তরফ থেকে বুধবার সকালে লিখিত অভিযোগ দায়ের হয় কুমারগ্রাম থানার বারবিশা পুলিশ ফাঁড়িতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে এদিন ধৃতকে আদালতে পেশ করা হবে।
