বিয়ের দিন সকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ, ৭ দিন পর বাড়ির কাছে বাঁশ বাগানে যুবকের মুন্ডু কাটা দেহ উদ্ধার। বুধবার সাত সকালে এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদার চাচল থানার গোরখপুরের গ্রামে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম নাহারুল হক ( ২৮)। বাড়ি চাঁচল থানার গোরখপুর দক্ষিণপাড়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে তার বিয়ে ছিল।

বিয়ের দিন থেকে নিখোঁজ ছিল ওই যুবক। বাড়িতে মোবাইল ফোনে প্রতিবেশী এক মহিলার ফোন নম্বর দেখতে পান যুবকের পরিবার। এই ঘটনার পরেই উঠে আসছে পরকীয়ার তত্ত্ব। তবে কি পরকীয়ার জেরেই কি এই খুন? প্রশ্ন উঠছে। চাঁচল থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।