বৃহস্পতিবার কোচবিহার শহরের সুনীতি রোডে এই অভিযান চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দেন কোচবিহার সদর ট্রাফিক বিভাগের আধিকারিক সুরেশ দাস।সুনীতি রোডে যে সমস্ত টোটো চালকরা রাস্তার ধারে টোটে রেখে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে চলে যান । সেই সমস্ত টোটো গুলিকে আটক করা হয়, এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগের নিয়ম না মেনে যে সমস্ত গাড়ি রাস্তার ধারেই রাখা হয় সেই সমস্ত গাড়িগুলিকে আটক করা হয় এদিন ।
