স্কুলে দুস্কৃতীর তাণ্ডব নাজেহাল শিক্ষক শিক্ষিকারা ও অভিভাবক মহল । আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের যশোডাঙ্গা ব্লক অফিস সংলগ্ন এলাকায় স্কুল খুলতে এসে লক্ষ করলেন প্রধান শিক্ষক লন্ডফন্ড স্কুল এলাকা । বেশ কিছুদিন ধরে যশোডাঙ্গা জুনিয়র বেসিক স্কুলে সীমানা প্রাচীর দেওয়া তারের বেড়া লণ্ডভণ্ড করে দিচ্ছে দুষ্কৃতীরা। স্কুলের বারান্দায় মাঠে গাঁজার কল্কি ইনজেকশনের সিরিঞ্জ থেকে শুরু করে মাদকদ্রব্য পাওয়া যাচ্ছিল। এবার যৌন কার্যকলাপের পর তা ঝুলিয়ে রাখতে দেখা গেছে স্কুলের ক্লাসের দরজায়। এমন দৃশ্য দেখার পরেই রীতিমতো হইচই পড়ে গেছে অভিভাবক মহলে।

দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে যশোডাঙ্গা এলাকা । মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে যশোডাঙ্গা এলাকা। শুক্রবার বিষয়টি জানাজানি হওয়ার পরেই অভিভাবক অবিভাবিকা এলাকার পঞ্চায়েত সদস্য সহ স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছেন স্কুল প্রাঙ্গণে। এই ঘটনা নিয়ে অবিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে প্রকাশ্য দিবালোকে অথবা রাতের অন্ধকারে দুস্কৃতির তান্ডব বেড়েই চলছে পুলিশি কড়া নজরদারি দাবী জানিয়েছেন স্থানীয়রা ।
স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত সিংহের জানিয়েছেন বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫৮ জন শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৫ জন। স্কুলে মাদকদ্রব্য সহ অসামাজিক ক্রিয়া কল্পের জন্য বিষয়টি তিনি শামুকতলা থানার পুলিশকে লিখিত আকারে জানাবেন।