রাতের অন্ধকারে অবৈধ ভাবে মোবাইল টাওয়ার বসানোকে ঘিরে পথ অবরোধ এলাকাবাসীর।
ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ভিআইপি মোড় সংলগ্ন এলাকার ১ নং কালেরঘাট রোডে।
এলাকাবাসীর অভিযোগ ওই টাওয়ার যখন থেকে বসানো হচ্ছে তখন থেকে এলাকাবাসীরা ওই মোবাইল টাওয়ারের বিরোধিতা করছে। তা সত্ত্বেও সেই মোবাইল টাওয়ার রাতের অন্ধকারে বসানো হচ্ছে। এর আগেও তারা ওই এলাকার কাউন্সিলর থেকে শুরু করে জেলাশাসক দপ্তরে বিষয়টি জানিয়েছে তবে তাতে কোনরকম সদ উত্তর তারা পায়নি তাই অবশেষে সেদিন তারা পথ অবরোধে সামিল হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে এলাকাবাসীর মহিলারা জানান টাওয়ারটি বসলে রেডিয়েশন ছড়াবে ফলে তাদের অনেক ক্ষতি হবে তাই বারবার জানানোর পরেও এই কাজটি হচ্ছে তাই যতক্ষণ না পর্যন্ত টাওয়ার এর কাজ বন্ধ করা হবে ততক্ষণ না পর্যন্ত তাদের পথ অবরোধ চলবে।
পরবর্তীকালে দেখা যায় ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ। পুলিশ এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তবুও পুলিশের কথায় কোন সাড়া না দিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। এখনো পর্যন্ত সেই পথ অবরোধ চলছে।