মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে অপসারণ করা হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার শ্রাবনী দত্তকে। বৃহস্পতিবার সকালে তার সমর্থক ও ওয়ার্ডবাসীদের একাংশ নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, গত রবিবার গণেশ বিসর্জনের রাতে মদ্যপ অবস্থায় ওয়ার্ডবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রাবনী দত্ত। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে ও কাউন্সিলর বোর্ডের সঙ্গে আলোচনা করে তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ, মিড ডে মিল ও নারী ও শিশু কল্যাণ দপ্তরের মেয়র পারিষদ পদ থেকে অপসারণ করা হয়। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। এদিন শ্রাবনী দত্তের অনুগামী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে সুবিচার নিশ্চিত করা হোক।