দু:সাহসিক চুরির ঘটনা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওয়ার্ডে।বাড়ির আটজনকে স্প্রে করে অজ্ঞান করে চুরির চেষ্টা।ঘরে থাকা একজন টের পেয়ে যাওয়ায় পালিয়ে যায় চোরেরা।যদিও যাওয়ার আগে বাড়ির সামনে থাকা দোকানের থেকে নগদ ১২০০০টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।দুঘন্টা হলো ঘটনার খবর পুলিশকে দিলেও পুলিশ এখনো ঘটনাস্থলে এসে পোঁছায়নি।অন্যদিকে পরিবারের অসুস্থ ওই আটজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
