মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবরি অঞ্চলের ২৮টি পরিবার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বৃহস্পতিবার। বিধানসভা ভোটের আগে বিজেপি একাধিক দায়িত্বপ্রাপ্ত সক্রিয় কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দান করায় অস্বস্তিতে বিজেপি। জানাগেছে এদিন বাগডোকরা গ্রাম পঞ্চায়েতের আইটি সেলের ইনচার্জ বাপ্পা রায় পাটোয়ারী,
যুব মোর্চার সদস্য,

মনোজিত রায় সৌমেন রায়,সরেন বর্মন, শঙ্কর বর্মন প্রত্যেকেই এদিন মেখলিগঞ্জে তৃণমূলের দলীয় কার্য্যালয়ে এসে যোগদান করেন। তাদের সকলের হাতে দলিয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।
বিধায়ক সহ এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন — মেখলিগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী, মেখলিগঞ্জ শহর INTTUC সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী সহ বাগডোগরা ফুলকাডাবরি অঞ্চল সভাপতি জগবন্ধু রায় সহ অঞ্চলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।