মেখলিগঞ্জ নিজতরফ এলাকায় রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। জানাগেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কাজটি করা হবে। প্রায় ১৯০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটির সম্পুর্ণ কাজ paver block দিয়ে তৈরি করা হবে। আনুমানিক ২ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হচ্ছে বলে জানান মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।
এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রভাত পাটনী, নিজতরফ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী গীতা অধিকারী, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ রায়,সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

এই নিয়ে পরেশবাবু জানান, রাস্তাটি নির্মিত হলে নিজতরফ গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের সুবিধা হবে। তাদের দাবি মেনেই কাজটি খুব দ্রুত শুরু হতে চলেছে। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলেও আশা করেন তিনি।