বাইক ও যাত্রীবাহী ম্যাজিকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক চালকের, গুরুতর আহত আরও দুই। বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ ব্লকের পাঁচমাইল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বাইকে করে এক ব্যক্তি মেখলিগঞ্জ থেকে ধাপড়া হাটের দিকে যাচ্ছিলো এবং অপর দিক থেকে একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি আসছিলো। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় বাইক চালক রাস্তার মাঝে পরে থাকে এবং যাত্রীবোঝাই ম্যাজিক গাড়িটি রাস্তার ধারে উল্টে পরে যায়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বাইক চালক সহ আরও দু’জনের চোট গুরুতর হওয়ায় রেফার করা হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সেই বাইক চালকের। মৃত বাইক চালকের নাম গৌতম রায়। তাঁর বাড়ি ১০১ ফুলকাডাবড়ির আলশিয়াবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুচলিবাড়ি থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধারে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে কুচলিবাড়ি থানার পুলিশ।