মেখলিগঞ্জের রানীরহাট ও তার পার্শবর্তী এলাকায় বাইসনের তান্ডবে আহত ৩। ইতিমধ্যেই তিজনেই জলপাইগুড়ি সুপার স্পেশালি হাসপাতালে চিকিৎসারত। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে তারা রানীরহাট গ্রামপঞ্চায়েতের দমুখা এলাকায় দুটি পূর্ণবয়স্ক বাইশন দেখতে পান।
হঠাৎ তাদের এলাকায় কিভাবে বাইশন এলো তা দেখতে গিয়ে বাইশনের গুঁতোয় ৩ জন আহত হয়ে পড়েন। আহতরা হলেন বিষ্ণু রায়,বিশ্বনাথ সরকার ও মনোজ রায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌছান বনকর্মীরা। তারা বাইসন দুটিকে ধরার জন্য ইতিমধ্যেই জোর কদমে লেগে পড়েছে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
