প্রয়াত বিজেপি কর্মীর বাড়িতে খোঁজ খবর নিতে মেখলিগঞ্জের ভোটবাড়িতে এলেন বিজেপির জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ড: জয়ন্ত কুমার রায়। গত ১ই জুলাই হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান আফিজউদ্দীন সরকার। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। সেদিন দিল্লিতে কর্ম ব্যস্ততায় থাকায় সাংসদ জয়ন্ত কুমার রায় আসতে পারেন নি। আজ ভারতীয় জনতা পার্টির সং্খ্যা লঘু মোর্চার রাজ্য কমিটির প্রয়াত সদস্য আফিজউদ্দীন এর খোঁজ নিতেই আসেন তিনি।

এরপর প্রয়াত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবর স্থানের সামনে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করেন। শুধু তাই নয় পরিবারের সকল সদস্যদের সাথে আলোচনা করেন এবং তাদের সমস্ত বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন সাংসদ জয়ন্ত কুমার রায়। এই নিয়ে জয়ন্ত বাবু বলেন, আমরা এক পুরোনো কর্মীকে হারালাম। তার আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি তিনি বলেন, আমাদের সরকার দেখে যাওয়ার ইচ্ছে ছিলো কিন্তু সে আশা আর পুরন হলো তার। এদিন সাংসদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, সাধারণত সম্পাদক দধিরাম রায় সহ স্থানীয় বিজেপি কর্মীরা।
এদিকে সাংসদ আসাতে নিজের দাদার প্রতি গর্ববোধ করে প্রয়াত বিজেপি কর্মীর ছোট ভাই আব্দুল কাদের বলেন, আমার দাদা যে পার্টির সাথে যুক্ত ছিলো সেই পার্টির সাংসদ আসাতে আমরা খুশি। তিনি এসে পরিবারের সকলকে আশ্বস্ত করার চেষ্টা করেন। জন্ম হলে মৃত্যু হবে সেকথাও তুলে ধরেন।