প্রেমিকার সাথে দেখা করতে অবৈধ অনুপ্রবেশ করার কারনে মেখলিগঞ্জের কুচলিবাড়িতে গ্রেফতার বাংলাদেশি গৃহবধূ। পুলিশের হাতে ধরা পড়েছে ওই গৃহবধূর প্রেমিকও। পুলিশ সুত্রে জানাগেছে বাংলাদেশের ওই গৃহবধূর সাথে মালদার কালিয়াচকের এক বিবাহিত ব্যক্তি পরকীয়া সম্পর্কে জড়ান। সেই সম্পর্কের টানে গতকাল মধ্যরাতে ওই গৃহবধূ দালালের মাধ্যমে কুচলিবাড়ির অমর ক্যাম্প সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। কিন্তু তাকে ঢুকিয়ে ভারতীয় দালালরা চম্পট দেয়।

অচেনা দেশে দিশেহারা হয়ে ঘুরতে দেখে স্থানীয় মানুষ তাকে আটক করেন। প্রথমে তিনি নিজেকে মালদার বাসিন্দা বলে দাবি করলেও গ্রামবাসীরা খোঁজাখুঁজির পর প্রেমিক ইব্রাহিম মিয়াকেও ধরে ফেলেন। পুলিশকে খবর দেওয়া হলে কুচলিবাড়ি থানার পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে প্রকাশ পায়, ধৃত মহিলা আসলে বাংলাদেশি, তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্রও উদ্ধার হয়েছে।
ধৃত গৃহবধূর নাম শিল্পী খাতুন। তাকে অনুপ্রবেশকারী এবং প্রেমিক ইব্রাহিম মিয়াকে অনুপ্রবেশে সহযোগিতা করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শিল্পী খাতুন জানান, মালদায় অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র বানানোর জন্য দালালদের টাকা দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, “ভারতে ঢুকতে পারলেই আইডি বানিয়ে দিত আমার প্রেমিক।”
অবৈধ অনুপ্রবেশ কেবল সীমান্ত নিরাপত্তার জন্য নয়, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্যও বড় হুমকি— এমনই মত সচেতন মহলের।