মুষলধারে বৃষ্টিতে নর্দমার জলের স্রোতে ধসে গেল কালচিনি মালিবাড়ি এলাকার দুটো বাড়ি।গৃহহীন দুটো পরিবার।বিপদজনক অবস্থায় রয়েছে আরও দশটি বাড়িও।কালচিনি মালিবাড়ি এলাকায় এই ঘটনা প্ৰথম নয়। একনাগাড়ে বৃষ্টিতে এই এলাকার নর্দমা যেন নদীর রূপ নেয়, প্রবল বেগে বইতে থাকে জল।আর এই জলের স্রোতে ইতিমধ্যেই গত বছরও আটটি বাড়ি ধসে গিয়েছে। বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন ওই বাড়ির পরিবারের সদস্যরা। এরপর প্রশাসনের হস্তক্ষেপে সেই বাড়ি সরিয়ে গুলো ভেঙে সরিয়ে ফেলার কাজ শুরু হয়।তবে অভিযোগ সেই কাজ মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে এবং বর্তমানে বৃষ্টিতে নর্দমা ভরাট হয়ে আশপাশের বাড়িতে প্রবেশ করছে।

আর এর জেরেই বাড়ির নীচের মাটি সরে গিয়ে তা ধসে পড়ছে। বৃহস্পতিবার গভীর রাতে এই পরিস্থিতি দেখে বাড়ি ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেন এলাকার বাসিন্দারা । এরপর সকালে দুটো বাড়ি আর নেই, দুটো বাড়িতে থাকা সব সামগ্রীও নর্দমার জলে ভেসে গিয়েছে।কিছুই বাঁচানো যায়নি।এই অবস্থায় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি দুই পরিবারের। পাশাপাশি, এলাকার আরও দশটি বাড়িও বর্তমানে বিপদজনক অবস্থায় রয়েছে, নর্দমা জলের স্রোতে সেই দশটি বাড়ির নীচ থেকে মাটি সড়তে শুরু হয়েছে।এই অবস্থায় আতংকে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের।
এই বিষয়ে কালচিনি উপপ্রধান যোগেন্দ্রর প্রসাদ সাহ জানান আমরা সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি।
এই বিষয়ে কালচিনি বিধায়ক বিশাল লামা জানান প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছেনা।