চলন্ত লরিতে ভয়াবহ আগুন। সাগরদিঘির জাতীয় সড়কে ভয়াবহ আগুন। ১২ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে ২টি লরি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ড মুর্শিদাবাদের সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে। চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের চেহারা নেয় দুটি লরি। গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের। আহত হল খালাসি বলে খবর দমকল সূত্রে। উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়েছে দমকল। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সাগরদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মুর্শিদাবাদের সাগরদিঘীর শেখদীঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয় তারপরে দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায় বলে জানা যায়। জানা গিয়েছে, একটি বালি বোঝাই লরি ও আসামের দিক থেকে আসছিল একটি চা বোঝাই পন্যবোঝাই লরি। চা বোঝাই লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও বালি বোঝাই লরি বিপরিত পথে আসছিল। ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর তারপরেই চা বোঝাই লরিতে আগুন ধরে যায়। এই অগ্নিকাণ্ডে চঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় শেখ দীঘি এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সাগরদীঘি থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।এর আগে জাতীয় সড়ক এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই। তার এক মাস পরে আবার অগ্নিকান্ড জাতীয় সড়কের উপরে। তবে এবার পন্যবোঝাই লরিতে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন্ধ থাকে যানচলাচল। যে কারণে যানজট তৈরি হয়।