মুর্শিদাবাদের সাগরদিঘীতে চলন্ত সরকারী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সাগরদিঘীর মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড়ে, বাসে কন্টাকটারের তৎপরতায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদেরকে নামানো হয়,কোনরকমে প্রাণে বাঁচলো বাসে থাকা যাত্রীরা।
সোমবার সকালে সাগরদিঘীর মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড়ে চলন্ত যাত্রী বোঝায় বাসে অগ্নিকাণ্ড। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ সরকারি বাসে আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে যাত্রীরা নেমে পড়েন। প্রাণে বাঁচেন যাত্রীরা।

যদিও আগুন লাগার সঠিক কারণ এখনোও পর্যন্ত জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে , খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন, বাসে আগুন লাগার ঘটনা একটি লেন্থ বন্ধ করে দেওয়া হয়, দমকলের ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে ও পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।কি ভাবে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে