পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের দেওয়া খাবারে কিলবিল করছে পোকা!এমনই ঘটনা ঘটল মুর্শিদাবাদের লালগোলার তারানগরে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়ে পড়ল।
জানা যায়,ভয়াবহ পদ্মা ভাঙন দেখা দিয়েছে লালগোলার তারানগরে।আর এরফলে অনেকের বাড়ি পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে।অনেকে ভাঙনের আশঙ্কায় নিজেদের বাড়ি ভেঙে নিয়ে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছে।তাই ক্ষতিগ্রস্তদের জন্য সরকার খাবারের ব্যবস্থা করেছে।কিন্তু ভাতের মধ্যে কিলবিল করছে পোকা।এই ঘটনায় স্বভাবতই ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে।
