মুর্শিদাবাদের ফারাক্কায় আবারো মর্মান্তিক দুর্ঘটনা। পাথর চাপা পড়ে গুরুতর আহত এক শিশু।ফরাক্কা ব্লকের কেদুয়া গ্রামে বিগত কয়েক মাস আগে এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। গ্রামবাসীদের দাবি রাস্তা খারাপের কারণেই এই দুর্ঘটনা হচ্ছে একের পর এক। অথচ বারবার করে এরকম দুর্ঘটনা ঘটার পরেও প্রশাসনের কোন হেল দল নেই। ফরাক্কা এনটিপিসি পুলিশ ফাঁড়ি থেকে কেদুয়া গ্রাম পর্যন্ত ভগ্ন দশা রাস্তার আর যার কারণে একের পর এক দুর্ঘটনার বলি হচ্ছে পথচারী থেকে শুরু করে শিশুরা।

শুক্রবার সকালে কেদুয়া গ্রামে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল কয়েকজন। হঠাৎই পাথর বোঝাই করা ট্রাক্টর রাস্তা খারাপের জেরে উল্টে যায় গাড়িতে থাকা পাথরে চাপা পড়ে যায় সাত বছরের এক শিশু। তড়িঘড়ি গ্রামবাসীরা ওই শিশুকে উদ্ধার করে ফারাক্কা বেনিয়া গ্রাম হাসপাতালে নিয়ে যায় আহত হয় আরো তিনজন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা ফাঁড়ির পুলিশ। গ্রামবাসীদের দাবি বহু বছর ধরে এই রাস্তার বেহাল দশা অথচ প্রশাসনের কোন হেলদোল নেই ভোট এলে মিলে শুধু প্রতিশ্রুতি।এই রাস্তা যতদিন না সংস্কার হবে ততদিন এই রাস্তা দিয়ে কোন গাড়ি চলতে দেওয়া হবে না বলে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। রাস্তা ঘিরে দিয়ে চলে বিক্ষোভ।এলাকায় উত্তেজনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। এখন দেখার কবে এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় প্রশাসন।