মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন উত্তরবঙ্গ সফরে যার কারণে পিছিয়ে দেওয়া হলো কোচবিহারের হেরিটেজ নাট্যমেলা। রবিবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয় ২১ শে মে -র পরিবর্তে ২২ মে থেকে শুরু হবে এই নাট্য মেলা । চলবে আগামী ২৬ শে মে পর্যন্ত।
উল্লেখ্য আগামী ২১ শে ম- র কোচবিহারে হওয়ার কথা ছিল হেরিটেজ নাট্যমেলা ২০২৫, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসছেন। আগামী ২১ তারিখ প্রশাসনিক সভা হবে উত্তরকন্যয় সেখানে যোগ দেবেন বিভিন্ন আধিকারিক সহ জনপ্রতিনিধিগণ সেই কারনেই ১ দিন পিছিয়ে দেওয় হল হেরিটেজ নাট্য মেলার উদ্বোধন। রবিবার কোচবিহার বিপাসা ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয় কোচবিহার হেরিটেজ নাট্যমেলার পক্ষ থেকে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেরিটেজ নাট্যমেলার মুখ্য উপদেষ্টা অভিজিৎ দে ভৌমিক এই কথা জানান ।
পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার হেরিটেজ মেলার যুগ্ম আহ্বায়ক ডা: অশোক ব্রহ্ম জানান, আগামী ২১ তারিখ সন্ধ্যা ৬ টায় কোচবিহার মুক্তমঞ্চ প্রাঙ্গন থেকে পদযাত্রার আয়োজন করা হয়েছে৷ যেখানে বিভিন্ন নাট্যকর্মীর পাশাপাশি সাধারন জনগনকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ( ডা: অশোক ব্রহ্ম)
এদিন যুগ্ম আহ্বায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেরিটেজ নাট্যমেলার পরিবর্তীত সুচী জানান
