পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে বাংলাদেশে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ও সেন্টমার্টিন দ্বীপে মাছ শিকারে যাওয়া জেলেরা ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের জীবন-জীবিকা নির্বাহ করতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মাছ শিকারে যেতে হচ্ছে তাদের। গত বুধবার বঙ্গোপসাগর সংলগ্ন সেন্টমার্টিনের ‘সীতা’ ও ‘নাইক্ষ্যংদিয়া’ পয়েন্ট থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

পরের দিন সেন্টমার্টিনের পূর্ব সাগরে দুই ট্রলারসহ ১৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।
তবে আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জন জেলে কৌশলে বাংলাদেশে পালিয়ে এসেছেন। একটি ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছালে কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। বর্তমানে সেন্টমার্টিন দ্বীপ-এর চারদিকে বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের আরকান আর্মিরা। এ নিয়ে সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত লোকজনের মাঝে বিরাজ করছে ভয় ও উৎকণ্ঠা।