মাথাভাঙ্গা ২নং ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন নলঙ্গিবাড়ি এলাকায় মহারানী গায়িত্রী দেবী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে বুধবার। জানাগেছে এদিন গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুন ছড়িয়ে পরে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা ও নিশিগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।স্থানীয় ও দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানাগেছে।
