বন্ধের সমর্থনে মালদা রথবাড়ি মোড়ে সিপিআইএমের শ্রমিক সংগঠনের পিকেটিং। অন্যদিকে বন্ধের বিপক্ষে পথে তৃণমূলের শ্রমিক সংগঠন। তৃণমূল শ্রমিক সংগঠন ও সিপিআইএমের শ্রমিক সংগঠনের সাউটিঙ্গ।
মালদার সুকান্ত মোড় এলাকায় সিপিএমের পিকেটিং। দোকান খুলতে গেলে দোকানের শাটার নামানো হয়। অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠন দোকান খুলিয়ে দেয়।
