মালদার হবিবপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।সেই রোগীর মঙ্গলবার মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল।বর্ষার সময় ভয়ংকর পরিস্থিতি হয়।কোন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয়। রানী সরেন নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।আবার সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরই যাতে আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মঙ্গলবার মৃত্যু হল তার। পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিক থাকতো তাহলে এই মানুষটিকে এভাবে মরতে হতো না।সে সঠিক সময় চিকিৎসা পেত।
