বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার।দিল্লিতে নির্যাতনের শিকার পরিযায়ী শ্রমিক সাজনুর পারভিনের পরিবারের সঙ্গে দেখা করেন।দিল্লিতে হেনস্থার শিকার হয়ে বৃহস্পতিবার মালদার চাঁচলের ফিরোজাবাদে নিজের বাড়িতে ফেরেন পরিযায়ী শ্রমিক সাজনুর পারভিন ও তাঁর পরিবার।রাতে বাড়িতে সংবর্ধনা জানাতে উপস্থিত হন জেলা তৃণমূল নেতৃত্ব।ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন,চাঁচল ১ ব্লক সভাপতি শেখ আফসার আলি সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব।

জেলা তৃণমূলের অভিযোগ,বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে থানায় ভরে দেওয়া হচ্ছে।পুরুষদের নগ্ন করে চেক করা হচ্ছে।দুধের শিশুকেও রেহাই দেওয়া হচ্ছে না।এটা কি সভ্যতা?এখানেই থেমে থাকেননি জেলা তৃণমূল সভাপতি।চড়াসুরে দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, চোর,মিথ্যুক,ধাপ্পাবাজ।প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কদুর্য ভাষায় আস্ফালন করা হয়। এমনকি হুঁশিয়ারি দিয়ে বলেন,যদি ভিনরাজ্যে আরও বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয়,রাজ্য ও ভিনরাজ্যের বিজেপি নেতাদের হাত কেটে ফেলা হবে।
জেলা তৃণমূলের কথায়,যদি বিজেপির কাছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মনে হয়,তাহলে প্রধানমন্ত্রী যখন আসানসোল বা আলিপুরে এলেন,তিনি কি বাংলাদেশে এসেছিলেন? বিরোধী দলনেতার মা তো বাংলাদেশি তাই কি পশ্চিমবঙ্গটাও বাংলাদেশ?
এদিকে হেনস্থার শিকার সাজনুর পারভিনের অভিযোগ,দিল্লি পুলিশ তাঁদের বলেছিল, পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ!মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫০ টাকার শাড়ি আর ১০০ টাকার চপ্পল দিয়ে তোমাদের রক্ষা করতে পারবে না।বারবার জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।