যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোলে ধাক্কা মারলো, বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলো বাসে থাকা যাত্রীরা তবে গুরুতর আহত হন দুইজন, ঘটনাটি ঘটেছে শনিবার হবিবপুর থানার মালদা -নালাগোলা রাজ্য সড়কের দেবীপুর রাজ্য সড়ক মোড়ে।

বাসে থাকা যাত্রীদের কাছ থেকে জানা যায় পাকুয়ামুখী যাত্রী বোঝাই বাস পাকুয়ার দিকে যাচ্ছিলেন, উল্টোদিকে মালদা মুখে দ্রুত গতিতে একটি ডাম্পার গাড়ির আসছিল সে সময় ডাম্পার গাড়িটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ঘটনাস্থলে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় বাস সহ যাত্রীরা। তবে অল্প স্বল্প আহত হয় দুইজন যাত্রী তারা বুলবুল চন্ডী হাসপাতালে গিয়ে চিকিৎসা করায়।