মালদা গাজোল টোল প্লাজার কাছে ১২নং জাতীয় সড়কে দশ চাকার কনটেনার লরিতে বিপুল পরিমাণে অবৈধ কাঠ আটক করল বনদপ্তর আধিকারিকরা।
জানা গেছে গতকাল রাতে সেগুন কাঠ ভর্তি হওয়া একটি ১২ চাকা কন্টেনার লরিটিকে আটক করেছিল জিএসটি দপ্তর বৈধ কাগজপত্র না পাওয়ায় বনদপ্তরকে খবর দেওয়া হয় মঙ্গলবার দুপুরে জিএসটি দপ্তর থেকে হ্যান্ড ওভার পেয়ে লরিটিকে ও কাঠ গুলিকে আটক করে নিয়ে যাই বনদপ্তরের আধিকারিকরা।

জানা গেছে ওই লরিতে সেগুন কাঠ বোঝাই করে আসামের দিক থেকে জাতীয় সড়ক দিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। এই ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে । চালকের নাম মইন শেখ। বাড়ি আসাম।