জেলা তৃণমুলের প্রাক্তন সভাপতির মৃত্যুর প্রায় সাত মাস পর আত্মসর্ম্পন করলো বাবলু যাদব।শুক্রবার মালদা আদালতে ১১টা নাগাদ আত্মসর্ম্পন করে।খুনের ঘটনায় ৮জনকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করে। এই বাবলু যাদব ঘটনার পর থেকে বিহারে গা ঢাকা দিয়েছিল। বাবলু যাদবের নামে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছিল পুলিশ। এদিন মালদা আদালতে এসে আত্মসর্ম্পন করে। বাবলা সরকার খুনের ঘটনায় মোট নয়জন গ্রেফতার করা হয়েছে।
বিজেপি নেতা অম্লান ভাদুড়ি বলেন, হঠাৎ করে বাবলা সরকার খুনের আসামী বাবলু যাদব আদালতে আত্মসমর্পন করে ৷বাবলা সরকার খুনের ঘটনায় সকল আসামী পুলিশের আওতায় এল। এখন এই ঘটনার নতুন কোন মোড় নেয় কিনা সেদিকে জেলাবাসী তাকিয়ে রয়েছে।
তৃণমূল মুখপাত্র আশীস কুন্ডু বলেন বাংলায় আইনের শাসন রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে আইনের শাসন নেই বলে দাবী করেন তিনি। বাংলার পুলিশের তৎপরতা জন্য অভিযুক্ত আত্মসমর্পণ করেছে বলে দাবী করেন তিনি।
অসামী বাবলু যাদব আদালতে আত্মসমর্পন করেছে জানান আইনজীবী ত্রিদীপ সিনহা