মুর্শিদাবাদের পর মালদার শ্রমিককে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ সোস্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
মালদার ভারত বাংলাদেশ সীমান্ত কালিয়াচকের জালালপুর এলাকার এক যুবকের ছবি বাংলাদেশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও দেখেই ওই যুবককে শনাক্ত করে পরিবারের লোকজন।বিষয়টি জানতে পেরেই ভীষণ উদ্বিগ্ন কালিয়াচক থানা এলাকার জালালপুরের আমির শেখের পরিবারের লোকজন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,তিন মাস আগে আমির পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানে গিয়েছিল।এখান থেকে দুমাস ধরে কোন খবর পায়নি পরিবার।এরপর সোশ্যাল মিডিয়া ওই ছবি দেখে চিনতে পারে তারা।সোশ্যাল মিডিয়ায় ও যুবক দাবি করছে তাকে রাজস্থানে বাংলাদেশী সন্দেহে পুলিশ গ্রেপ্তার করে। সে আধার কার্ড দেখালেও তা পরিচয় পত্র হিসেবে মানতে চাইনি পুলিশ। এরপর তুলে দেওয়া হয় বিএসএফের হাতে। বিএসএফ তাকে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষব্যাক করে দিয়েছে বাংলাদেশী সন্দেহে।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু বলেন,বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশী আখ্যা দিয়ে পুশব্যাক করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।বাঙালীদের উপর অত্যাচার শুরু করেছে বিজেপি সরকার।
পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে মূলত অনুপ্রবেশ এই রাজ্য দিয়ে হয়।এই রাজ্যের শাসক দলের নেতারা তাদের আধার কার্ড,ভোটার কার্ড বানিয়ে দেয়।আর সেই কারণেই ভিন রাজ্যে গিয়ে বাংলাদেশীদের পাশাপাশি এ রাজ্যের শ্রমিকদেরও সমস্যায় পড়তে হচ্ছে এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।
