DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

মালদার চাঁচলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের শিলান্যাস অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা

মালদার চাঁচলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের শিলান্যাস অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। উপস্থিত মানুষজন উঠে পড়লেন চেয়ার থেকে। ক্ষিপ্ত একাংশ।পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হলো পুলিশ কে। চাঞ্চল্য মালদার চাঁচল ১ নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া গ্রামে। গোটা ঘটনায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি।যদিও ভুল বোঝাবুঝির কারণে এই হট্টগোল বলে সাফাই তৃণমূল বিধায়কের। এসব দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও রাজনীতিবিদ উদয়ন গুহর ভাষার মারপ্যাঁচে পরিস্থিতি সামাল দিয়েছেন ৷


উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রি উদয়ন গুহ বলেন,এখানে কিছু উস্কানি মূলক মানুষ রয়েছে ৷ এখানে যাঁরা হাওয়া গরম করার চেষ্টা করছেন তাঁদের বলে রাখি, রাজ্য সরকারের বিভিন্ন কাজ এখানে চলছে ৷ সব কাজ হবে ৷ উদয়নের এহেন মন্তব্যে ধন্ধে পড়ে যান উপস্থিত মানুষজন ৷ কারণ,যাঁরা এদিন মন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁরা প্রত্যেকেই ঘাসফুল অনুগত ৷ তাহলে?
প্রসঙ্গত,এগিয়ে আসছে বিধানসভা ভোট ৷ এখন থেকেই জেলায় জেলায় যাত্রা শুরু করে গিয়েছেন মন্ত্রীরা ৷ হাতে উপহার নিয়ে ৷মূলত মানুষের পালস বুঝে নেওয়াটাই উদ্দেশ্য তাঁদের ৷ সেই পরিকল্পনায় মঙ্গলবার মালদার চাঁচলে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ তাঁর দফতরের ৩০ কোটি টাকায় চাঁচল বিধানসভা কেন্দ্রের ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক রাস্তার শিলান্যাস করেছেন তিনি ৷ কিন্তু মল্লিকপাড়ায় সেই অনুষ্ঠানের জায়গায় দেখা গিয়েছে অন্য ছবি ৷
দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন,এই উদয়ন গুহ লোকটি যেখানেই যান ঝামেলা বহন করে নিয়ে যান।আজকে চাঁচলে গেছেন সেখানে তৃণমূলের আরেকটি গোষ্ঠী তার ওপরে তোক দাঁড়াচ্ছেন। আজকে তৃণমূলের শেষের দিন আগত। সারা পশ্চিমবঙ্গ জুড়েই ক্ষোভ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে।
চাঁচল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন,বিশৃঙ্খলার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিধায়ক।একটা ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে।ইঞ্জিনিয়ার কয়েকটি রাস্তার নাম বলেছে বাদবাকি রাস্তার নাম না বলায় এই ঘটনা। সব রাস্তা করা হবে পরবর্তী সময়ে সেগুলোকে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে উদ্বোধন করা হবে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

বন্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ,শংসাপত্র না পেয়ে সমস্যায় ছাত্রছাত্রীরা

শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরও হচ্ছে না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমবর্তন।কেশরী নাথ

Read More »

বেলবাড়ি বাজারে মধুচক্র ও মদের আড্ডা চালানোর অভিযোগে বাড়ির মালিক সহ দুই মহিলাকে ধরল গ্রামবাসীরা

নাজিরহাটের বেলবাড়ি বাজারে মধুচক্র ও মদের আড্ডা হাতেনাতে ধরল গ্রামবাসীরা।বুধবার

Read More »