হাওয়ায় উড়ে বেড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ। আর এই দুর্গন্ধে অতিষ্ঠ ইংরেজবাজার পুরসভার দুই নম্বর ওয়ার্ডের গ্রীন পার্ক এলাকার বাসিন্দারা।শুধু এই এলাকা নয় একই পরিস্থিতি আশেপাশের বিস্তীর্ণ এলাকার।সৌজন্যে সরকারী পোল্ট্রি ফার্ম। এর থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনো কোনো সদুত্তর পায়নি। এলাকার মানুষকে এই দুর্গন্ধ থেকে মুক্তি দিতে সরকারের দ্বারস্ত হতে চলেছেন স্থানীয় বিধায়ক।
মালদার ইংরেজবাজার শহরের অভিজাত এলাকা গ্রীন পার্ক। বছর কয়েক আগে এই ফার্মে তৈরি হয়েছে একটি নতুল প্রকল্প মুরগির মল থেকে তৈরি করা হচ্ছে জৈব সার।আর এই প্রকল্প থেকেই ছড়াচ্ছে বিষাক্ত বিচ্ছিরি দুর্গন্ধ।অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের।সম্প্রতি ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে ভয়ংকর অভিজ্ঞতা হয় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্রের।

তিনি বলেন, এই প্রকল্প দিয়ে বিষাক্ত গ্যাস বেরোচ্ছে ভয়ঙ্কর দুর্গন্ধ। এলাকার হাওয়া পরিবেশ সংস্থা দূষিত হয়ে গেছে। এরকম জনবহুল এলাকায় কেন এই প্রকল্প করা হলো? এই পরিস্থিতির মধ্যে মানুষের ওখানে বসবাস করা সম্ভব না। সুতরাং হয় মানুষকে সরাতে হবে না হলে ওই প্রকল্পকে ওখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে।যথেষ্ট জনবহুল এলাকা। মানুষকে সরানো সম্ভব নয়,সরকারকে এই প্রকল্পকেই অন্য জায়গায় করতে হবে। বিধায়ক হিসেবে আমার যা করার আমি করছি।
এলাকায় ভয়ংকর এই পরিস্থিতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।