মালদায় বেহাল আই সি ডি এস সেন্টার আতঙ্কে প্রসূতি মায়েরা . দীর্ঘদিন থেকে বেহাল আই সি ডি এস সেন্টার। বার বার প্রশাসনকে লিখিত ভাবে জানালেও সেন্টারের জরাজীর্ন অবস্থার হাল ফেরেনি। প্রশাসন বলছে ফান্ড নেই। এদিন বাধ্য হয়ে প্রসুতি মা ও গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখায়।ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের,টুকিপাড়া গ্রামের রয়েছে আইসিডিএস সেন্টার। বিষয়টি নিয়ে গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেতা অভিযোগ জানালেও কোন লাভ হয়নি।

জানা গিয়েছে,আই সি ডি এস সেন্টারে প্রচুর প্রসুতি মায়েরা আসেন।দীর্ঘক্ষন সেন্টারের থাকতে হয়।ফলে তারা আতঙ্কে যেতে হয়। কারন যে কোন সময় আই সি ডি এস সেন্টারের ছাদের চাঙর ভেঙে পরতে পারে। মাঝে মাঝেই ছাদের চাঙর ভেঙে পরছে। বালি পরছে। ছাদ দিয়ে জল পরছে। সেন্টারের ঘর পাকা থাকলেও বেহাল অবস্থা।বার বার প্রশাসনকে বলা হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন বলছে ফান্ড নেই। বাধ্য হয়ে এদিন গ্রামবাসীরা আইসিডিএস সেন্টারের সামনে আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।
এ বিষয়ে গ্রামবাসীরা বলেন বহুদিন ধরে সেন্টারের ঘরটি বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি যার ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।তাদের অভিযোগ মা ও শিশুরা আই সি ডি এস সেন্টারে আসে।যে কোনো মুহূর্তে কোন দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব কে নেবে।তাই বাধ্য হয়ে বিক্ষোভ দেখিয়েছে।
যদিও আইসিডিএস সেন্টারে দায়িত্ব থাকা কর্মী সীমা মন্ডল স্বীকার করে নিয়েছেন ঘরের অবস্থা বেহাল।দ্রুত সংস্কার করা উচিত। না হলে যে কোন সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে।