দীর্ঘদিন থেকে বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি ধরা পরলো মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধুটোলা এলাকায়। কাদায় অটো আটকে সেই গাড়ি ঠেলে বেড় করছে মানুষ সেই ছবি সোস্যাল সাইডে ভাইরাল হয়। যার বিরুদ্ধে ব্যানার প্লাকার্ড হাতে রাস্তা সংস্কারের দাবিতে পথে গ্রামবাসীরা। গ্রামের ৮-৮০ সকলে মিলে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন দ্রুত রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করার দাবীতে।
জানা গেছে,রতুয়া-১নং ব্লকের জগবন্ধুটোলা এলাকায় পাকা রাস্তা ছিল।

কিন্তু সেই রাস্তা বেহাল রূপ ধারণ করেছিল।তাই রতুয়ার বিধায়ক সমর মুখার্জি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে সম্বলপুর প্রাথমিক বিদ্যালয় থেকে জগবন্ধুটোলা পর্যন্ত প্রায় সাড়ে ১ কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।সেই মতো মাস কয়েক আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ১ কোটি ৩৭ লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তা তৈরির কাজের শিলান্যাস করা হয়। শিলান্যাসের পর গত দিন পনেরো আগে ঠিকাদার সংস্থার রাস্তার কাজ শুরু করে। যার প্রাথমিক পর্যায়ে ঠিকাদার সংস্থা জগবন্ধুটোলা এলাকার প্রায় ৫০০ মিটার পুরনো রাস্তা পুরোটাই খুঁড়ে ফেলে। কিন্তু রাস্তা খুঁড়ে ফেললেও রাস্তা সংস্কারের কাজ এখনও শুরু করেনি। এরমধ্যে খুঁড়ে ফেলা রাস্তা বৃষ্টির জলকাদায় একাকার হয়ে পড়েছে।রাস্তায় প্রায় হাঁটু সমান কাদা জমেছে। যার প্রতিবাদে জগবন্ধুটোলা এলাকার বাসীন্দারা বিক্ষোভ দেখান। তারা দ্রুত রাস্তা সংস্কারের কাজের দাবী জানান।
এই বিষয়ে স্থানীয় জেলাপরিষদ সদস্য মঙ্গলি চৌধুরীর প্রতিনিধি লাল্টু চৌধুরীকে ধরা হলে তিনি দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস দেন।