মালদায় বেসরকারী স্কুল আবাসনে ছাত্রের রহস্যজনক দেহ উদ্ধার,ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা মানতে নারাজ পরিবার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে ছাত্রের রহস্যজনক দেহ উদ্ধার।আবাসনের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছাত্রের।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে।বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব মৃতের পরিবার।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ।ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা মানতে নারাজ পরিবার।মানিকচক থানায় লিখিত অভিযোগ স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে।
জানা গিয়েছে,মৃত ছত্রের নাম শ্রীকান্ত মন্ডল ।

অষ্টম শ্রেণতে সে পড়াশোনা করত।মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারী নামে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই স্কুলেই পড়ত শ্রীকান্ত।স্কুলের আবাসনেই থাকতো সে।প্রতিষ্ঠানেরই আবাসনে গত তিন বছর ধরে রয়েছে সে। গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবারের লোকেদের জানায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ। তবে এটি আত্মহত্যা নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারেই মৃত্যু হয়েছে বলে দাবি ছাত্রের পরিবারের।যে ঘরে থাকত সেখানে ৪০জন ছাত্র রয়েছে।কি করে এই ঘটনা ঘটল তা মানতে পারছেন না ছাত্রের পরিবার।পরিবারের দাবী শ্রীকান্তের উপর মানসিক নির্যাতনন করে স্কুল কর্তৃপক্ষ।তবে কি কারণে নির্যাতন তা বলতে পারেন নি পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে বিদ্যালয়ে যান মানিকচক থানার আইসি সহ পুলিশ কর্তারা।সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।মৃত ছাত্রের সহপাঠী ও বিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ কর্তারা।