থানায় গিয়ে সপ্তাহে তিন দিন অফিস করে ভাগবাটোয়ারা করছেন মন্ত্রী,মানুষ গলায় হাত দিয়ে পেট থেকে ঘুষের টাকা বের করবে, বেলাগাম আক্রমণ বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী
দুর্ব্যবহার,হুমকি সহ অবৈধ ভাবে সিপিএম নেতাকে গ্রেফতার করার অপচেষ্টার বিরুদ্ধে এবং হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূল আশ্রিত অপরাধীদের সাথে যোগসাজসের অভিযোগ তুলে সিপিএমের বিক্ষোভ মিছিল বিক্ষোভ সভা এবং ডেপুটেশন।সেখান থেকেই বিস্ফোরক সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী। পুলিশের সঙ্গেই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেনকে তীব্র আক্রমণ।একের পর এক হুঁশিয়ারি। সপ্তাহে তিনদিন করে থানায় গিয়ে অফিস করছেন মন্ত্রী। টেবিলে ভাগবাটোয়ারার জন্য বিস্ফোরক অভিযোগ মীনাক্ষীর। গলায় হাত দিয়ে পেট থেকে ঘুষের টাকা মানুষ বের করবে বলে হুঁশিয়ারি। সিপিএমের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে।

প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর থানায় এক মহিলা অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মীমাংসার প্রস্তাব দেয়।এই নিয়ে স্থানীয় সিপিএম নেতা শেখ খলিল থানায় গেলে অভিযোগ কর্তব্যরত সাব ইন্সপেক্টর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে তার বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করে। সেই প্রতিবাদেই এদিন প্রথমে সিপিএম হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে হরিশ্চন্দ্রপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। তারপর হয় বিক্ষোভ সমাবেশ। কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে। বিক্ষোভ সভার মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে নিশানা করে সিপিএম নেতৃত্ব।
অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস অভিযোগ করে বলেন,ওই পুলিশকর্তা কালিয়াচক থানাতে থাকাকালীন এক যুবককে বাইক থেকে ধাক্কা মেরে জাতীয় সড়কে ফেলে দেয়। তারপর জাতীয় সড়ক একটি লরি তাকে পিষ্ঠ করে। ওই পুলিশকর্তা খুনি। মীনাক্ষী হুঁশিয়ারি দিয়ে বলেন,পুলিশ নিজের কাজ না করলে পাবলিকের মার বৃন্দাবন দেখিয়ে দেবে।আরশোলা বলে কটাক্ষ করেন।একদিকে হরিশ্চন্দ্রপুরে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল।অন্যদিকে সিপিএমের কর্মসূচিতে এদিন জনজোয়ার মন্ত্রীর গড় নড়বড়ে করবে বলে মত রাজনৈতিক মহলের। প্রসঙ্গত পঞ্চায়েত ভোট এবং লোকসভাতেও হরিশ্চন্দ্রপুরে মুখ থুবড়ে পড়ে তৃণমূল।
যদিও পাল্টা মীনাক্ষী কে তোপ দেগেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রীর তাজমুল হোসেন টেলিফোনে বলেন,সিপিএমের পাইয়ের তলার মাটি সরে গিয়েছে তাই এই সব মন্তব্য করে টিকে থাকার চেষ্টা করছে।