বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু হল দাদা ভাইয়ের। মহরমের লাঠি খেলা এবং মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মালদহের রতুয়া থানার দেবীপুর প্রধান পাড়া এলাকার ঘটনা। মৃত দাদা ভাইয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

জানা গেছে মৃতরা হল এস কে আয়াত।বয়স পাঁচ বছর এবং এস কে ফাইজান বয়স সাড়ে চার বছর। স্থানীয় একটি নার্সারিতে কেজি ওয়ান এ পড়াশোনা করত তারা। বাড়ির পাশেই এই দুই শিশু সম্পর্কে দাদাভাই মহররমের লাঠি খেলা এবং মেলা দেখতে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তার ধারে থাকা একটি তিন ফিটের গর্তে পড়ে যায় তারা। গত দুদিন বৃষ্টি হওয়ায় গর্তে জল জমেছিল। ফলে সেখানে পড়েই জলে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর জমা জলের সেই গর্তে এক শিশুর হাত ভাসতে দেখে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। এরপর দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।