বিধায়কের উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠান।আর তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক।মালদার ইংরেজ বাজারের ঘটনা।শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।মালদার ইংরেজ বাজার শহরের বাধঁরোড এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর উদ্যোগে কয়েকশ মানুষের মধ্যে বস্ত্র দান করা হয়।আর এই দিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপান্তর।

এরই মাঝে বস্ত্র পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা
বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ প্রতিবছর ইংরেজবাজার পুরসভার আট, নয়, বারো ও তেরো নম্বর ওয়ার্ড মহানন্দা নদী সংলগ্ন এলাকা জলে প্রাবিত হয় বাসিন্দারা।বর্ষা আসলেই মহানন্দা নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।মানুষ উঁচু জায়গায় আশ্রয় নেয়।এতদিন ধরে তৃণমূল কংগ্রেস এদের কোন সুরাহা করতে পারেনি।অথচ দীর্ঘদিন ধরে তারাই পুরবোর্ড চালিয়ে যাচ্ছে।আর সেই কারণেই এই এলাকার মানুষের মধ্যে তারা আগাম বস্ত্র বিলি শুরু করেছে। বর্ষা আসছে যাতে তাদের কোন অসুবিধা না হয়। আগামী দিনের তাদের পাশে বিজেপি থাকবে।
২০২৬ এর ভোটকে লক্ষ্য রেখে এটা বিজেপির নাটক পাল্টা তীব্র কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির।