মেগা ২১শে জুলাইয়ের প্রকাশ্য মঞ্চে বাক বিতন্ডা রতুয়ার প্রবীন বর্ষীয়ান বিধায়ক সমর মুখার্জীর সাথে জেলা মুখপাত্র আশিষ কুন্ডুর।আঙুল নামিয়ে কথা বলুন।ভরা সভা থেকে বিধায়ক সুমর মুখোপাধ্যায়কে হুমকি।
বৃহস্পতিবার যুব তৃণমূলের মেগা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল।আর সেখানেই মুল মঞ্চে প্রকাশ্যেই বিরোধ লাগে মুখপাত্রের সাথে প্রবীণ এই বিধায়কের।নিজের চেয়ার থেকে উঠে এসে বিধায়কের উদ্দেশ্যে বলেন আঙ্গুল উঠিয়ে কথা বলবেন না।দুজনকে প্রশ্ন করা হলে আশিষ কুন্ডু কিছু না বললেও সম্র মুখার্জী বলেন দলে একটাই পদ মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জী।

জেলা শীর্ষ নেতৃত্ব কিছু না বলতে চাইলেও জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু বলেন, একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন। তাকে প্রকাশ্যে এ ধরনের কথা বলা কখনোই কাম্য নয়।
তৃণমূলের তীব্র সমালোচনায় সরব বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি।তিনি বলেন,এটাই তৃণমুলের সংস্কৃতি।তবে রহিম বক্সি বর্ষীয়ান বিধায়ক যদি এই ধরনের হুমকি দেয় এটা ঠিক নয়।
আমি কিছু দেখিনি সামনে ছিলাম ঘটনা প্রসঙ্গে মন্তব্য রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নূরের।