হই চই মালদা থানা এলাকায়! অষ্টমঙ্গলায় রাজকীয় আয়োজন শ্বশুড় বাড়িতে।শ্বশুড় বাড়িতে পৌঁছতেই হাতকড়া পরলো নতুন জামাইয়ের হাতে। কারন জামাই ধর্ষনে অভিযুক্ত।এমন ঘটনায় মাটি হল আনন্দ। ঘটনাটি ঘটেছে মালদা থানার এলাকায়।
জানা গিয়েছে,ধৃত জামাইয়ের নাম পলাশ দাস (২৫)৷ বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়৷ আগষ্ট মাসের ৩ তারিখ ডিজিট্যাল ব্যান্ড,আর ডিজে আর মহা ভোজ সমারহে বিয়ে করতে আসে পলাশ। এরই মধ্যে শ্বশুড় বাড়িতে থেকে স্ত্রী নিয়ে ফিরে আসে বাড়িতে। বধুবরনও হয় সঙ্গে মহাভোজ ও করা হয়।এরপর নিয়ম অনুযারী বিয়ের পর নতুন বউ নিয়ে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়েছিল জামাই৷

কিন্তু সেখানেই ছন্দপতন৷হঠাৎ সেই বাড়িতে হানা দিল পুলিশনতুন জামাইয়ের হাতে হাতকড়া পরিয়ে তোলা হল গাড়িতে৷ নিয়ে যাওয়া হল শ্রীঘরে৷ ততক্ষণে গোটা ঘটনা জানা হয়ে গিয়েছে নববধূর পরিবারের সদস্যদের৷ কারন জামাই ধর্ষণের অভিযুক্ত ৷ তার বিরুদ্ধে গত ২৩ জুলাই এক মহিলা মালদা থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ গোটা ঘটনা জানতে পেরেই বেঁকে বসেছেন নতুন বউয়ের পরিবারবর্গ৷নববধূ স্বামীর ঘরে ফিরে যাবেন না কিনা তা রহস্যের দানা বেধেছে৷গোটা ঘটনা নিয়ে বুধবার চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ী এলাকায় ।