পাঁচদিন ধরে ছেলের মৃতদেহ আগলে পরিবার। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ছেলের মৃতদেহ আজও সৎকার করল না পরিবার।এই পরিস্থিতিতে ওই ছাত্রের পরিবারের সাথে দেখা করল সিপিএম ও বিজেপির প্রতিনিধি দল।
অষ্টম শ্রেনীর ছাত্রের দেহ বাড়িতে বরফ দিয়ে রেখে দিয়েছে তার পরিবারের সদস্যরা।একটাই দাবি ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে।এমন ভাবে প্রতিবাদ মৃত ছাত্রের পরিবারের। মালদার মানিকচক থানা এলাকায়।নির্বিকার পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত মালদার মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবাসনে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যু হয়। ছাত্রের পরিবার অভিযোগ করেন বেসরককারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মানসিক অত্যাচারে মৃত্যু হয় শ্রীকান্তের।বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডলের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন পরিবারের সাথে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। গৌড়চন্দ্র মন্ডল বলেন, আমি বরাবর ভূতনি মানুষের পাশে থেকেছি।এই পরিবারের পাশেও থাকবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব।
পাশাপাশি দেবজ্যোতি সিনহা এলাকার সিপিএম নেতা তার নেতৃত্ব এক প্রতিনিধি দল পরিবারের সাথে দেখা করেন।তাদের পাশে থাকার আশ্বাস দেন।এই ছাত্রের মৃত্যুর সঠিক তদন্ত চেয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। সিপিএম নেতা দেবজ্যতি সিনহা বলেন,কেন তদন্ত হবে না পুলিশ কেন ব্যবস্থা নেবে না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন?