এবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয়ে তার স্ত্রীকে গালিগালাজ ও হুমকি প্রদর্শন। পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি প্রদর্শনের অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার থানার কোতুয়ালি অঞ্চলের নিমাসরাই ভেস্টপাড়া এলাকায়। জানা গেছে, ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন ধরমবীর পাসোয়ান। তার স্ত্রী পিংকি সিং পাসোয়ানের অভিযোগ, গত ৬ তারিখ তার স্বামী চিকিৎসার জন্য হায়দরাবাদে গিয়েছিলেন। স্বামীর অনুপস্থিতিতে গত ৭ তারিখ সকালে সূর্য মন্ডল নামে সুকান্তপল্লী এলাকার এক যুবক তার বাড়িতে এসে প্রথমে তার স্বামীর খোঁজ করেন। স্বামীকে না পেয়ে তাকে গালিগালাজ ও হুমকি প্রদর্শন করেন।

অসীম ঘোষ ও শুভম ঘোষ নামে দুজনের নাম উল্লেখ করে বলে তাদের ব্যাপারে যেন তার স্বামী। নাক না গলায়। নাক গলালে স্বামীকে খুন করার হুমকি দেয়। একই অভিযোগ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরমবীর পাসোয়ানও। তিনি জানান এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নিমাসরাই ভেস্টপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে তাকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তার পরিবার ও এলাকার সাধারণ মানুষ। তাই তারা, গোটা ঘটনায় সঠিক পুলিশি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। তবে যে তিনজনের নামে পুলিশে লিখিত অভিযোগ জমা পড়েছে তাদের মধ্যে একজন শুভম ঘোষ দাবী করেন, তিনি সূর্য মন্ডলকে চেনেন না। তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। তারা কোনভাবেই এই ঘটনায় জড়িত নন। যদিও সিসিটিভি ফুটেজে হুমকির ছবি ধরা পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।