রাতভর বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল।পাশাপাশি জলে ভাসল শহর।মাত্র দু’দিনের বৃষ্টিতে মালদহের ইংলিশ বাজার পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটু জল আবার কোথাও বাড়ির ভেতরে জল।রাস্তাঘাট জলমগ্ন।
গত দুই দিনের বৃষ্টির জেরে বুধবার সকাল থেকেই এই ভয়াবহ ছবি ইংলিশবাজার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বেশ কিছু ওয়ার্ডের একাধিক জায়গা।জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় জল।ফলে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী এবং আত্মীয়দের।সব মিলিয়ে গত দুদিনের বৃষ্টিতে এযেন বন্যা পরিস্থিতির রূপ নিয়েছে শহর ইংলিশবাজার।
জলমগ্ন এলাকার বাসিন্দাদের বক্তব্য,সারা জীবনের সমস্যা এটি। বছরে দুবার আমাদের জলের মধ্যেই বাস করতে হয়। কেন জানিনা পৌরসভা এই বিষয়ে কোনো উদ্যোগ নেয় না।

এদিকে মালদা হাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিনদিন বৃষ্টিপাত হবে জেলায়। দুদিনের বৃষ্টিতে এই সমস্যা তাহলে আগামী তিন দিন এই বৃষ্টি হলে কি অবস্থা হবে শহরের চিন্তায় পৌরসভা। আবহাওয়া অধিকর্তা তপন কুমার দাস জানান, গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন।
দক্ষিন মালদা জেলা বিজেপির সাধারন সম্পদক তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী বলেন, কোনদিনও এই জলজমার স্থায়ী সমস্যার সমাধান করে না। ড্রেন তৈরির নামে কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে।
পুরসভার জল নামানোর দ্রুত চেষ্টা করছে অনেক এলাকার জল নেমে গেছে তবে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে নিচু এলাকা গুলোতেই জল জমেছে।তবে এই জল নেমে যাবে দাবি ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালার।