আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাস জমি দখল করে পাকা বাড়ি তৈরির অভিযোগ। বাড়ি তৈরিতে বাধা দিতে গিয়ে প্রতিবেশী দু পক্ষের মধ্যে বচসা।ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাড়িয়াল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বিধবা জয়গুণ বিবি,পাখিজা বিবি ও কবিজন বিবির বাড়ির সামনে খাস জমি দখল করে পাকা বাড়ি তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের বিরুদ্ধে।বাড়ি দেওয়াকে কেন্দ্র করে মাসখানেক থেকে তাদের মধ্যে গন্ডগোল চলছে। হরিশ্চন্দ্রপুর থানায় ও চাঁচল মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছেন বিধবা জয়গুণরা।প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ ছিল।এদিন হামিদুল আবার বাড়ির কাজ শুরু করলে তারা কাজে বাধা দেন।এতে দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

বিধবা জয়গুণ বলেন,পিছনে আমাদের ছয় জনের নামে ১১ শতক জমি রয়েছে। জমির বৈধ কাগজপত্র রয়েছে।তাদের কাছে কোনও কাগজ নেই।গায়ের জোরে বাড়ির সামনে খাস জমি দখল করে পাকা বাড়ি দিচ্ছে হামিদুল।আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এরপূর্বে কাজে বাধা দিতে গেলে আমাদের মারধর করে।হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল মহকুমা আদালতে মামলা করেছি।
অভিযুক্ত হামিদুল বলেন,আমার নামে জমির কোনও কাগজ না থাকলেও পূর্বপুরুষ ধরে এই জায়গাটি আমাদের।জমিটি ৮৫ বছর ধরে আমাদের দখলে রয়েছে।আমার কাচা বাড়ি ছিল।সেটি ভেঙ্গে নতুন পাকা বাড়ির কাজ শুরু করলে তারা কাজে বাধা সৃষ্টি করে। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তদন্ত করেছে পুলিশ।