চিকিৎসায় গাফিলতির অভিযোগ খোদ রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে।ভুল গ্রুপের রক্ত প্রয়োগ করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রোগী।চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবার। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গেছে,গত শুক্রবার রতুয়ার কয়লা পাথার গ্রামের কহিনুর বিবিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে তার পরিবার।রক্ত ক্ষরণের জেরে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের চিকিৎসক বি পজেটিভ রক্ত প্রয়োগ করেন।পরে একটি নার্সিংহোমে রক্ত পরীক্ষা করানো হলে রিপোর্টে A পজেটিভ রক্ত দেখা দেয়।ঘটনার পরে এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন ওই মহিলা।বুধবার পরিবারের তরফে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অফিসে লিখিত অভিযোগ করেন পরিবার।
এপ্রসঙ্গে হাসপাতালের সুপার ইনচার্জ ডাঃ মোহাম্মদ সামিম বলেন,অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
