বিশ্বজুড়ে অবাধে বাণিজ্য নীতি ওপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি ভারতবর্ষের ওপর প্রতিহিংসা মূলক ৫০শতাংশ শুল্ক চাপানোর প্রতিবাদে, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত রুখে দিয়ে, ভারতের স্বাধীন বিদেশ নীতি রক্ষার দাবিতে বুধবার বিকেলে কোচবিহার শহরে যৌথ মিছিল করলো সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা এবং ১২ই জুলাই কমিটি।

সিআইটিইউ কোচবিহার জেলা দপ্তর গোপাল সাহা ভবনের সামনে থেকে এদিন এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলার গণ আন্দোলনের নেতা অনন্ত রায়, শ্রমিক আন্দোলনের প্রবীণ নেতা তারিণী রায় সহ সিআইটিইউ কোচবিহার জেলা সম্পাদক জগৎজ্যোতি দত্ত, শ্রমিক নেতা সুবোধ চক্রবর্তী, কাঞ্চন ঘোষ, অমিত দত্ত, ১২ই জুলাই কমিটি অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় প্রমূখ।
বিশ্বজুড়ে ভারতের অবাধ বাণিজ্য নীতির ওপর ট্রাম্পের দাদাগিরি রুখে দেওয়ার দাবি সহ ভারতের ওপর একতরফা ৫০শতাংশ শুল্ক চাপানোর বিরুদ্ধে, মার্কিন মদতে ইসরাইলি বাহিনীর গাজা গণহত্যা বন্ধ করার দাবিতে এবং যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের ধ্বংসের দাবিতে এদিনের এই মিছিল বলে জানান শ্রমিক নেতা তারিণী রায়।